শিলিগুড়ি, ১৯ অক্টোবরঃ করোনায় মৃত ব্যবসায়ীর স্ত্রীকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার।
জানা গিয়েছে, গত ২৭ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামল বিশ্বাসের।তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।তার মৃত্যুতে অসহায় হয়ে পড়ে তার পরিবার।তৃণমূলের একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি।মৃত্যুর পর বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নজরে আনেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।
এরপর দ্রুততার সঙ্গে সরকারী অনুমোদিত বাংলা প্রশিক্ষণ কেন্দ্রে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় শ্যামল বিশ্বাস স্ত্রী সুচেতা বিশ্বাসকে।সোমবার সুচেতা বিশ্বাসকে চাকরির নিয়োগপত্র তুলে দেন মন্ত্রী গৌতম দেব।
পাশাপাশি এদিন উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র শুভময় সরকারের হাতে বেশকিছু পাঠ্যবই ও একটি ল্যাপটপ তুলে দেন মন্ত্রী গৌতম দেব।