দীর্ঘ ২৮ বছর পর বাবরি মসজিদ ধ্বংস মামলায় রায় দিল লখনউ এর বিশেষ সিবিআই আদালত।বেকসুর খালাস করা হল ৩২ জনকেই।
বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা পূর্ব পরিকল্পিত নয় এবং আচমকাই এই ঘটনা ঘটেছে এমনটাই জানিয়েছেন বিচারক।এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন উমা ভারতী, লালকৃষ্ণ আডবাণী এবং মুরলী মনোহর জোশী, কল্যাণ সিংহ, সতীশ প্রধান, মহন্ত নিত্যগোপাল দাস ছাড়া বাকিরা উপস্থিত ছিলেন আদালতে।
১৯৯২ সালে অযোধ্যা হামলায় গুড়িয়ে যায় বাবরি মসজিদ।ঘটনার পরই দেশজুড়ে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা।ঘটনার পর ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।মামলা চলাকালীন ১৭ জন মারা যান।বাবরি মসজিদ ধ্বংসের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা বাবরি মসজিদ ধ্বংসের পরিকল্পনা করেছিলেন এবং করসেবকদের উস্কানি দিয়েছিলেন।তবে আজ এই মামলায় বিশেশ আদালতের রায়ে বেকসুর খালাস করা হয় ৩২ জনকেই।অন্যদিকে, মামলার রায় ঘোষণার পরই এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার কথা ঘোষণা করেন মুসলিম পার্সোনাল ল বোর্ড।
এদিকে আজ মামলার রায় ঘোষনার পরই লাল কৃষ্ণ আডবানীকে শুভেচ্ছা জানান অমিত শাহ, জে পি নাড্ডা।