শিলিগুড়ি, ২৯ ডিসেম্বরঃ মেয়রের অনুপস্থিতিতে বছরের শেষ বোর্ড মিটিং অনুষ্ঠিত হল।চিকিৎসার জন্য মেয়র গৌতম দেব বাইরে থাকায় এদিন পুরনিগমের বোর্ড মিটিং পরিচালনা করেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
জানা গিয়েছে, এদিন বিরোধীদের সমস্ত প্রশ্নের উত্তর দেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।যানযট সমস্যা,পথ কুকুর নির্বীজকরণ, সূর্যসেন পার্কের মূর্তি অপসারন ও অবৈধ নির্মান নিয়ে প্রশ্ন তোলেন সিপিএম কাউন্সিলর নুরুল ইসলাম।অন্যদিকে জল সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা অমিত জৈন।
বিরোধীদের প্রশ্নের উত্তরে ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন,সূর্যসেন পার্কে থাকা মনিষীদের মূর্তি গুলি অবহেলিত হচ্ছিল।স্ট্যাচু কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মূর্তি গুলি সরিয়ে ফেলা হয়েছে।তবে সেই মূর্তিগুলিকে যথাযথ সম্মানের সঙ্গে শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হবে।পাশাপাশি যানযট সমস্যা সমাধান নিয়েও একাধিক পরিকল্পনা গ্রহন করা হয়েছে।এছাড়াও পথকুকুর নির্বীজকরণ নিয়েও অগ্রনী ভুমিকা পালন করছে পুরনিগম এমনটাই জানান তিনি।