বাঁধ মেরামতের দাবিতে সরব অম্বিকানগর নিচপাড়ার বাসিন্দারা

রাজগঞ্জ, ২৫ ফেব্রুয়ারিঃ  জোড়াপানি নদীর বাঁধ ভেঙে যাওয়ায় প্রতিবছর বর্ষাকালে জলমগ্ন হয় ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগর নিচপাড়া।তাই বর্ষার আগেই বাঁধ মেরামতের দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ।


 বাসিন্দারা বলেন, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা জোড়াপানি নদীর ভাঙ্গনরোধক কংক্রিটের বাঁধ ভেঙে গিয়েছে বেশ কয়েক বছর আগে। এছাড়া নদীতে আবর্জনা জমে নদীর গভীরতা একেবারেই কমে গিয়েছে। ফলে বর্ষাকালে নদীর জল গ্রামে ঢুকে যায়। এলাকা জলমগ্ন হয়ে পড়ে।গ্রামগুলিকে রক্ষা করতে প্রায় পাঁচশো মিটার বাঁধের প্রয়োজন। তাদের দাবি বর্ষার আগে বাঁধ মেরামত করা হোক।

এদিকে এই বিষয়ে এলাকার জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশিস প্রামাণিক বলেন,বিষয়টি আমি জানি। ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকাতেও কয়েক জায়গায় বাঁধের প্রয়োজন। ওই বাঁধের ব্যাপারেও সেচ দপ্তরের সঙ্গে আলোচনা চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş