শিলিগুড়ি, ২৮ নভেম্বরঃ বধূ হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।গ্রেফতার স্বামী।
জানা গিয়েছে, মৃতার নাম মুক্তা খাতুন।গত ৩ বছর আগে জটিয়াকালীর জয়দেব ভিটার বাসিন্দা মুন্না খানের সঙ্গে সামাজিক মতে বিয়ে হয় শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ নগরের বাসিন্দা মুক্তা খাতুনের।তাদের দেড় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।
গৃহবধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা তার উপর অকথ্য অত্যাচার করতো।শনিবার রাতে শ্বশুরবাড়ির লোকেরা ফোন করে জানায় যে মুক্তা গুরুতর অসুস্থ হয়ে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তৎক্ষণাৎগৃহবধূর পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছালে তার নিথর দেহ দেখতে পান।মৃতার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা।এরপরই শ্বশুরবাড়ির বিরুদ্ধে মেয়ের খুনের অভিযোগ তোলেন মৃতার পরিবার।
এদিকে ঘটনার পরই শ্বশুরবাড়ির বিরুদ্ধে এনজেপি থানায় খুনের অভিযোগ দায়ের করেন গৃহবধূর বাবা গুলজার হোসেন।সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই গ্রেফতার করা হয় মৃতার স্বামী মুন্না খানকে।শ্বশুরবাড়ির বাকি সদস্যদের খোঁজ শুরু করেছে পুলিশ।
রবিবার এনজেপি থানায় যান গৃহবধূর পরিবারের সদস্যরা।ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তারা।