শিলিগুড়ি,২৭ ফেব্রুয়ারিঃ বাঁদরের উৎপাতে অতিষ্ঠ শিলিগুড়ি পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লীর বাসিন্দারা।এলাকাবাসীদের অভিযোগ,বিষয়টি বেশ কয়েকবার পুরনিগম এবং বনদপ্তরে জানিয়েও কোনও লাভ হয়নি।
যে কারণে বৃহস্পতিবার এলাকাবাসীরা বিষয়টি নিয়ে রবীন্দ্রনগর ফরেস্ট অফিসে একটি স্মারকলিপি জমা দেওয়ার প্রস্তুতি নেন।যদিও তার আগেই বনদপ্তরের কর্মীরা এলাকায় এসে পৌঁছান এবং বাঁদর ধরতে সুকান্তপল্লী ক্লাবের পুজো মাঠে একটি খাঁচা পাতা হয়।
এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর তাপস চ্যাটার্জি জানান, সুকান্তপল্লীতে বাঁদরের সমস্যা রয়েছে।তারই পরিপেক্ষিতে আজ স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল।কিন্তু তার আগেই এলাকায় বনকর্মীরা আসেন এবং একটি খাঁচা পাতা হয়েছে এলাকায়।