নিউজ ডেক্সঃ উত্তরাখন্ডের বন্দ্রীনাথের কাছে তুষারধস, আটকে পড়ে ৫৭ জন শ্রমিক। ঘটনার পরই উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।ইতিমধ্যেই কয়েকজন শ্রমিককে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।
উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের কাছে চামোলি জেলার মানা গ্রামে আচমকাই তুষারধস নামে।গ্রামের রাস্তার কাজ করছিলেন শ্রমিকেরা।তুষারধসের কারণে আটকে পড়েন তারা।ঘটনার পরই শুরু হয়েছে উদ্ধার কাজ।জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধার কাজে এগিয়ে এসেছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, বর্ডার রোডস আর্গানাইজেশনের সদস্যরা।