কালচিনি,১৮ ফেব্রুয়ারিঃ চার মাস থেকে বন্ধ রয়েছে কালচিনি ও রায়মাটাং চা বাগান।প্রশাসনের তরফ থেকে কোনোরূপ সহযোগিতা করা হচ্ছেনা।এমনকি বাগান খোলার জন্যও কোনো উদ্যোগ নিচ্ছেনা প্রশাসন।চিকিৎসার অভাবে একেরপর এক শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটছে।এই বিষয়গুলি নিয়ে মঙ্গলবার কালচিনি বিডিও অফিসে বিক্ষোভ দেখালো বন্ধ রায়মাটাং চা বাগানের শ্রমিকরা।এদিন কালচিনি বিডিওকে একটি স্মারকলিপি দেওয়া হয়।
শ্রমিকেরা জানান, বাগান বন্ধ হবার পর শুধুমাত্র একবার ১২ কেজি চাল পেয়েছিল তারা।তারপর আর কোনো সুযোগ সুবিধা পাননি তারা।এমনকি স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে বন্ধ চা বাগানে।অবিলম্বে সরকারি সুযোগ সুবিধা প্রদান ও বাগান খোলার জন্য প্রশাসনের উদ্যোগ গ্ৰহণের দাবিতে সোচ্চার হয়েছেন তারা।