শিলিগুড়ি, ১২ জানুয়ারিঃ খারাপ আবহাওয়ার জেরে মঙ্গলবার সকাল থেকে কোনও বিমান অবতরণ করতে পারল না বাগডোগরা বিমানবন্দরে।এদিনের সবকটি বিমান বাতিল করা হয়।
সোমবার সন্ধ্যা থেকেই শিলিগুড়ি সহ বাগডোগরার বিস্তৃর্ণ এলাকা ঢেকে গিয়েছিল কুয়াশায়।মঙ্গলবার সকাল থেকে অবস্থার আরও অবনতি হতে থাকে।ভোর থেকেই বাগডোগরা বিমানবন্দর-সহ আশপাশের এলাকায় ঘন কুয়াশায় ঢেকে যায়।সেই কারণেই বাতিল হয়ে যায় সমস্ত বিমান।এদিকে বিমান বাতিলের কারণে চরম বিপাকে পড়েন যাত্রীরা।
এদিন সকাল থেকে বাগডোগরা বিমানবন্দরে অপেক্ষারত ছিলেন যাত্রীরা।কুয়াশা কমলেই বিমান চলাচল শুরু হবে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা বাড়তে থাকায় বিমান বাতিল হয়ে যায়।আর এতেই হতাশ হয়ে পড়েন যাত্রীরা।অনেকেরই জরুরী কাজ থাকলেও ফিরতে পারেননি এমনটাই জানান যাত্রীরা।
জানা গিয়েছে, বিমান বাতিল হওয়ায় বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়ও এদিন আসতে পারেননি।একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল তার।