বাগডোগরা, ২২ ডিসেম্বরঃ বিমান যাত্রীর লাগেজে দেশী পিস্তলের কার্তুজ উদ্ধার।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাগডোগরা বিমানবন্দর চত্বরে।
জানা গিয়েছে, এদিন দিল্লি যাওয়ার সময় বাগডোগরা বিমানবন্দরে লাগেজ স্ক্যান করতেই মহম্মদ জাহির নামে এক বিমান যাত্রীর ব্যাগে দেশি পিস্তলের কার্তুজ উদ্ধার করে সিআইএসএফ।জানা গিয়েছে, স্পাইজেট এসই ২২৪১ বিমানে দিল্লির টিকিট ছিল ধৃতের।এই ঘটনার পর কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা বাগডোগরা বিমানবন্দর থানায় খবর দেয়।এরপর পুলিশ এসে সেই যাত্রীকে গ্রেফতার করে।সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
ধৃত যাত্রীকে রিমান্ডে এনেজিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
