বাগডোগরা, ২৪ ফেব্রুয়ারিঃ বৃহস্পতিবার গজলডোবায় হাতির হানায় মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর।এই ঘটনার পরই মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করেছে বনদপ্তর।
শুক্রবার বাগডোগরার সেন্ট্রাল ফরেস্টের ফরেস্ট ভিলেজের পরীক্ষার্থীদের বনদপ্তরের নিজস্ব গাড়িতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।পাশাপাশি বাগডোগরার জঙ্গল সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে এবং পরীক্ষা চলাকালীন ফরেস্ট ভিলেজ এলাকায় সাধারণ মানুষদের প্রবেশ বন্ধ করেছে বাগডোগরা রেঞ্জ।
শুধু মাধ্যমিক নয়, উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা চলবে বলে জানান রেঞ্জার সমীরণ রাজ।
এদিকে বনদপ্তরের তরফে এই পরিষেবা পেয়ে খুশি পরীক্ষার্থীরা।