বাগডোগরা, ১০ এপ্রিলঃ ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে ভেঙে পড়লো বিশাল গাছ। বুধবার রাত থেকে বৃষ্টির জের বাগডোগরা-পানিঘাটাগামী রাজ্য সড়কের উপর একটি গাছ ভেঙে পড়ে। যার জেরে যাতায়ত স্তব্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকেই সমস্যার মধ্যে পড়তে হয় অনেককে।
দ্রুত ভেঙে পড়া গাছটি রাস্তা থেকে সরানোর কাজ শুরু করেন স্থানীয়রা। পরবর্তীতে বাগডোগরা বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।