বাগডোগরা ট্রাফিক গার্ডের নতুন কার্যালয়ের উদ্বোধন

বাগডোগরা, ২৩ আগস্টঃ ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করতে বাগডোগরা ট্রাফিক গার্ডের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হল।সোমবার ট্রাফিক গার্ডের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।


জানা গিয়েছে, বাগডোগরা থানা চত্বরেই পুলিশ ব্যারাকটিকে নতুন রূপ দিয়ে ট্রাফিক গার্ডের কার্যালয় হিসেবে চালু করা হল।এরফলে পুলিশ কর্মীদের কাজ করতে সুবিধা হবে।

এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এডিসিপি পূর্ণিমা শেরপা জানান, এতদিন বাগডোগরা ট্রাফিক গার্ডের স্থায়ী কোনো অফিস ছিল না।এরফলে আধিকারিকদের কাজ করতে অসুবিধা হচ্ছিল।ট্রাফিক গার্ডের কার্যালয়ের উদ্বোধন হ‌ওয়ায় কাজ করতে সুবিধা হবে।


One thought on “বাগডোগরা ট্রাফিক গার্ডের নতুন কার্যালয়ের উদ্বোধন

  1. Manoj Roy says:

    Khub valo laglo . Amader Siliguri te notun IPS gourav sir ese Siliguri ke r o onek unnata kore diyeche . Love ? you to Siliguri police department

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *