শিলিগুড়ি, ২৮ মেঃ পথ দুর্ঘটনা কম করার লক্ষ্যে বিশেষ অভিযান চালালো বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ।
রবিবার ব্যাঙডুবি সংলগ্ন ত্রিহানা চা বাগানের কাছে এমএম তরাই রোডে মদ্যপান করে গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ।এদিন ৭ জনকে নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়।পাশাপাশি বেশ কয়েকটি গাড়িকেও আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, ছুটির দিনে মানুষ প্রায়শই তাদের বন্ধু এবং পরিজনদের সঙ্গে বেড়াতে যায়।সেইসময় অনেকেই নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালান।যার কারণে দুর্ঘটনার শিকার হন তারা।এই ধরনের দুর্ঘটনা রুখতে অভিযানে নামে বাগডোগরা থানার পুলিশ।
এদিনের অভিযানে বাইক, স্কুটি এবং চার চাকার গাড়িগুলিতে তল্লাশি চালানো হয়।পাশাপাশি মদ্যপান করে গাড়ি চালানোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।