শিলিগুড়ি,৩০ সেপ্টেম্বরঃ বাগডোগরা বিমানবন্দরের জন্য ১০৪ একর জমি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।গত সোমবার উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার দার্জিলিং,কালিম্পং এবং কোচবিহার নিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।
এদিনের বৈঠক থেকে বাগডোগরা বিমানবন্দরের জন্য ১০৪ একর জমি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন, ‘দেশের অন্যতম বড় বিমানবন্দর হবে বাগডোগরা।এই জমি না পাওয়ায় বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ করা যায়নি।আজ ১০৪ একর জমি দেওয়া হল।আরও ভালো করে এই বিমানবন্দর হলে সিকিম, পশ্চিমবঙ্গ ও ভুটানের সুবিধা হবে।আরও বেশি সংখ্যায় আন্তর্জাতিক বিমান আসতে পারবে বাগডোগরা বিমানবন্দরে’।