শিলিগুড়ি,২৮ মেঃ প্রায় দেড় মাস পর থেকে শুরু হলো রাজ্যে বিমান চলাচল। আজ থেকে অন্তঃদেশীয় উড়ান পরিষেবা শুরু হল।
দেশজুড়ে চলছে লকডাউন৷ লকডাউন চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন অনেকেই৷ এরপরই ধীরে-ধীরে তাদেরকে গন্তব্যস্থলে পাঠানোর উদ্দেশ্যে ট্রেন, বাস ও বিমান চলাচল শুরু হয়েছে৷বিমানবন্দরে প্রত্যেক যাত্রীকে কোভিড প্রটোকল মেনেই বিমানে ওঠানো হয়। প্রথম উড়ান বাগডোগরা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।
এয়ারপোর্ট ডিরেকটর পি.শুভ্রমানিয়াম জানান, প্রত্যেক যাত্রীকে প্রথমে সামাজিক দূরত্ব বজায় রেখে থার্মাল স্ক্যানিং করিয়ে যাত্রীদের বোর্ডিং জীবাণুমুক্ত করে সিকিউরিটি চেকিং করিয়ে বিমানবন্দরে ভেতরে প্রবেশ করানো হচ্ছে৷ তিনি আরো জানান,বাগডোগরা বিমানবন্দর থেকে আজ মোট ৬টি বিমান কলকাতা, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর, গুয়াহাটি সহ বিভিন্ন রাজ্যের উদ্দেশ্যে যাবে।