বাগডোগরা,১১ এপ্রিলঃ চিতাবাঘের হানায় আক্রান্ত হলেন এক মহিলা চা শ্রমিক।আক্রান্ত মহিলার নাম অঞ্জলী কেরকাট্টা।
জানা গিয়েছে, মঙ্গলবার বাগডোগরা চা বাগানে চা পাতা তোলার সময় ওই মহিলার ওপরে আক্রমণ চালায় একটি চিতাবাঘ।মহিলা চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চিতাবাঘটি।পরে শ্রমিকরা আক্রান্তকে উদ্ধার করে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠায়।চিতাবাঘের হামলায় মহিলার চোখে মুখে ক্ষতের সৃষ্টি হয়েছে।এর আগেও ওই এলাকায় চিতাবাঘ দেখা গিয়েছে বলে জানা গিয়েছে।যে কারণে আতঙ্কে রয়েছেন বাগানের শ্রমিকেরা।ঘটনাস্থলে রয়েছে বাগডোগরা বনদপ্তর।অন্যদিকে চিতাবাঘ দেখতে পেয়ে অসুস্থ হয়ে পড়ে আরো এক চা শ্রমিক।অসুস্থ শ্রমিক শান্তি বরাইকে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
