বাগডোগরা, ৩ আগস্টঃ উৎসাহ ভাতা নয়, আশাকর্মীদের সরকারী স্বীকৃতি দিয়ে ২১ হাজার টাকা বেতন দিতে হবে এই দাবি সহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভ করল আশাকর্মীরা।
বুধবার গোটা রাজ্যের মতো নকশালবাড়ি ব্লকের বাগডোগরা বিহার মোড়ে অবস্থান বিক্ষোভ বিক্ষোভে সামিল হন আশাকর্মীরা।বিক্ষোভে সামিল হয়ে তাদের বিভিন্ন দাবি তুলে ধ্রেন।
এই বিষয়ে আশাকর্মী সংগঠনের ব্লক সভাপতি বনানী সাহা জানান, আজ গোটা রাজ্যে আশাকর্মীরা নিজেদের সরকারী স্বীকৃতি ও বেতনের দাবিতে অবস্থান বিক্ষোভ করছে।এর আগে জেলা স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।