বাগডোগরা, ১১ মার্চঃ ফের হাত বদলের আগে গ্রেফতার এক মাদক ব্যবসায়ী।উদ্ধার ৯৫ গ্রাম ব্রাউন সুগার।ধৃতের নাম আব্দুল গফফর।মালদার কালিয়াচকের বাসিন্দা।
জানা গিয়েছে, বাগডোগরা থানা অন্তর্গত মুনি চা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালায় বাগডোগরা থানার পুলিশ।ব্রাউন সুগার হাত বদলের আগে ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় ৯৫ গ্রাম ব্রাউন সুগার।
এরপরই গ্রেফতার করা হয় ব্যক্তিকে।আগামীকাল ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।