শিলিগুড়ি, ৪ সেপ্টেম্বরঃ গনেশ পুজোর মন্ডপে দুষ্কৃতি হামলা।বাগডোগরার গোঁসাইপুর ব্যবসায়ী সমিতির গনেশ পুজোয় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, শনিবার পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানের পর কেউ বা কারা মন্ডপে ঢুকে মূর্তি ভেঙে দেয়।পাশাপাশি মন্ডপ তছনছ করে ফ্যান সহ যাবতীয় জিনিস ভাঙচুর করে বলে অভিযোগ।আজ সকালে এই ঘটনা নজর আসতেই বাগডোগরা থানার অভিযোগ দায়ের করা হয় পুজো কমিটির তরফে।পরে বাগডোগরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্তে নেমেছে।
পুজো উদ্যোক্তারা জানান, দুষ্কৃতি হামলা হয়েছে।যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।