বাগডোগরা, ১৯ সেপ্টেম্বরঃ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে রবিবার বাগডোগরার বিহার মোড়ে গন অবস্থান কর্মসূচি পালন করল সংযুক্ত কৃষক সংগঠন ও সিআইটিইউ।
এদিন কৃষক বিরোধী কালা আইন বাতিল, শ্রম কোড, বিদ্যুৎ বিল বাতিল, সব ফসলের লাভজনক দামের আইনি নিশ্চয়তার দাবি সহ পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হন সংগঠনের সদস্যরা।এই অবস্থান কর্মসূচির মাধ্যমে আগামী ২৭ সেপ্টেম্বর সারা ভারত ধর্মঘট সফল করার ডাক দেওয়া হয়।
এদিনের গন অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা জীবেশ সরকার, সিটু নেতা গৌতম ঘোষ, অভিজিৎ মজুমদার, কৃষক সভার ঝরেন রায়, প্রাক্তন সভাধিপতি তাপস সরকার সহ অন্যান্যরা।
এই বিষয়ে ঝরেন রায় জানান, দিল্লিতে অবস্থানরত কৃষকদের স্বার্থে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।দশ মাস ধরে আন্দোলন করলেও সরকারের হুশ নেই।স্বাধীনতার ৭৫ বছর কাটলেও দিন প্রতিদিন বাড়ছে দ্রব্যমূল্য বৃদ্ধি।আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে সর্বাত্মক ধর্মঘট পালন করা হবে।