নিশীথ প্রামানিককে স্বাগত জানাতে এসে বাগডোগরায় গ্রেফতার নারায়ণী সেনারা

শিলিগুড়ি, ১৭ আগস্টঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে স্বাগত জানাতে এসে বাগডোগরা বিমানবন্দরের সামনে ৪২ জন বিজেপির নারায়ণী সেনাকে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।


জানা গিয়েছে, ধূপগুড়ি, আমবাড়ি ও ফালাকাটা থেকে ৪টি গাড়িতে করে নারায়ণী সেনারা বাগডোগরায় আসছিল।কোভিড বিধি অমান্য করায় বিমানবন্দরের সামনে নারায়ণী সেনাদের গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।তবে কেন তাদের গ্রেফতার করা হল তা নিয়ে ধন্দে নারায়নী সেনারা।এদিন গ্রেফতারের প্রতিবাদে বাগডোগরা থানায় প্রতিবাদ শুরু করে তারা।


One thought on “নিশীথ প্রামানিককে স্বাগত জানাতে এসে বাগডোগরায় গ্রেফতার নারায়ণী সেনারা

  1. Keno Bolbo..? says:

    কোচবিহার থেকে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আসবেন শিলিগুড়িতে,আর তাকে এখানে স্বাগত জানাতে কোচবিহার থেকেই নারায়ণী সেনা আসবে,তো করনা-বিধি টা কোচবিহার থেকেই শিখে আসা উচিৎ মনে করি,এতে শিলিগুড়ি পুলিশ এর উপর দোষারোপ করা টা অবুদ্ধিমত্তার পরিচয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *