বাগডোগরা, ১০ মার্চঃ ২২ দিন লড়াইয়ের পর অবশেষে মৃত্যু হল একটি হাতির।বাগডোগরা জঙ্গলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে হাতিটির।
৬ বছরের মহিলা হস্তীশাবকটি পায়ে ইনফেকশন নিয়ে ঘুরতে থাকে।নজরে আসতেই হাতিটির রক্ত পরীক্ষা করা হয়। ট্রাইপ্যানোসোমায় আক্রান্ত হয় হাতিটি।বাগডোগরা ব্যাঙডুবি সেনা ছাউনীতে কয়েকদিন চিকিৎসা সেবা করার পর থাইল্যান্ড থেকে বিশেষ প্রশিক্ষণ দল চিকিৎসা করছিল।দীর্ঘ কয়েকদিন চিকিৎসা চলার পর মৃত্যু হয়েছে হাতিটির।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বনকর্মীদের মধ্যে।
ডিএফও দেবেশ পান্ডে জানান, ট্রাইপ্যানোসোমা রোগে আক্রান্ত হয়ে হাতিটির মৃত্যু হয়েছে।স্বেচ্ছাসেবী সংগঠন ও বনকর্মীরা হোপকে সুস্থ করতে প্রচুর পরিশ্রম করছিল।