বাগডোগরা, ৩ মেঃ বুধবার ভোরে একটি মুদিখানা দোকানের অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।বাগডোগরার গোঁসাইপুরের নতুনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, অগ্নিকান্ডের ঘটনায় দোকানের জিনিস থেকে শুরু করে ফ্রিজ, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।এরফলে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।খবর পেয়ে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আসে।
মুদিখানা দোকানের মালিক বলেন, আমার আশঙ্কা বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।
