শিলিগুড়ি, ১৪ আগস্টঃ স্বাধীনতা দিবসে নাশকতামূলক ঘটনা এড়াতে গোটা দেশে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানা এবং বাগডোগরা ট্রাফিক গার্ডের তরফেও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
শনিবার সকাল থেকেই বাগডোগরা ট্রাফিক গার্ডের তরফে পানীঘাটা মোড় এলাকায় শুরু হয় ট্রাফিক চেকিং অভিযান।অন্যদিকে, বাগডোগরা থানা পুলিশের তরফে বিহার মোড় এলাকায় শুরু হয়েছে নাকা চেকিং।প্রত্যেকটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
রেলওয়ে স্টেশন থেকে শুরু করে বাস স্ট্যান্ড, পর্যটক স্থল, শপিং মল, প্রশাসনিক দপ্তর সহ শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে পুলিশের কড়া নজরদারি রয়েছে।এছাড়াও শহরের স্পর্শকাতর এলাকাগুলিতে মেটাল ডিটেক্টর এবং ডগ স্কোয়াডের সহযোগিতায় নজরদারি রাখা হচ্ছে।স্বাধীনতা দিবসে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন।