বাগডোগরা, ২৫ মার্চঃ আবর্জনার আগুন ছড়িয়ে ভষ্মিভূত হল ২টি স্ক্র্যাপের দোকান।বাগডোগরার ভুট্টাবাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, এদিন ভুট্টাবাড়ির একটি গ্রিলের দোকানে আবর্জনা পোড়ানো হয়।সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি স্ক্র্যাপের দোকানে।ভষ্মিভূত হয়ে যায় সমস্ত জিনিস।
পরে বাগডোগরা বায়ুসেনার একটি দমকলের ইঞ্জিন এবং মাটিগাড়া ও নকশালবাড়ি থেকে দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।পরে খবর পেয়ে বাগডোগরা থানা পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।