শিলিগুড়ি, ১৩ মেঃ নকল মদের কারবারের পর্দাফাঁস।বড়সড় সাফল্য পেল আবগারি দপ্তর।আবগারি দপ্তরের বাগডোগরা সার্কেলের অভিযানে উদ্ধার হল প্রচুর পরিমাণে নকল মদ।ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি।ধৃতের নাম পবন গুপ্তা।
জানা গিয়েছে, রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায় অভিযান চালায় আবগারি দপ্তরের বাগডোগরা সার্কেলের টিম।উদ্ধার হয় সাড়ে সাত লিটার নকল বিদেশী মদ।ঘটনায় গ্রেফতার করা হয় পবন গুপ্তাকে।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাগডোগরায় এলাকায় আরও এক নকল মদের কারবারের বিষয়ে জানতে পারেন আবগারি দপ্তরের আধিকারিকেরা।
এরপরই ডেপুটি এক্সাইজ কালেক্টরের নেতৃত্বে বাগডোগরার নয়াবস্তির ধীমাল এলাকায় অভিযান চালানো হয়।সেখান থেকে উদ্ধার হয় নকল মদ তৈরির স্পিরিট, নামীদামী কোম্পানির লোগো, খালি বোতল সহ বিভিন্ন সামগ্রী।উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য প্রায় ২৬ লক্ষ ৭৮ হাজার টাকা।
ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে আবগারি দপ্তর।