শিলিগুড়ি, ৬ জুলাইঃ দিন হোক কিংবা রাত শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সবসময়ই চলে বহিরাগতদের আড্ডা এবং অসামাজিক কাজ।পার্কের রাস্তার এক পাশে বাইক এবং অন্যদিকে অস্থায়ী দোকানদারদের দখলে।যার ফলে গুরুত্বপূর্ণ একটি রাস্তা সংকীর্ণ হয়ে যাতায়াতের অসুবিধের পড়ছেন সাধারণ মানুষ।এই সমস্যা নিয়ে সরব হলেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি সিনহা।
বুধবার এই সমস্ত বিষয় নিয়ে ১৭ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে স্মারকলিপি প্রদান করা হয়।
এদিন কাউন্সিলর মিলি সিনহা জানান,বর্তমানে বাঘাযতীন পার্কের পরিবেশ নিয়ে চিন্তিত তারা।প্রতিদিনই বাঘাযতীন পার্কের চারিদিকে হকাররা বসছে।বহিরাগত যুবক যুবতীদের আড্ডা এবং অসানাজিক কাজে অতিষ্ট এলাকার মানুষ।রাস্তার মধ্যে বাইক রাখা হয় এরফলে গাড়ি চলাচলে ও পথচলতি মানুষের অসুবিধে হয়।এলাকার মানুষেরা বহুবার আমাদের কাছে অভিযোগ করেছেন।অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবিতে আজ স্মারকলিপি প্রদান করা হল।
last papa 2nd line osamajik banan vul.