শিলিগুড়ি,১ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।প্রতিবছরই উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে বিশিষ্ট মানুষদের বঙ্গরত্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়।এবারেও উত্তরবঙ্গের ৯ জন বিশিষ্ট মানুষকে বঙ্গরত্ন সম্মানে সম্মানিত করা হল। এরমধ্যে ছিলেন দার্জিলিং জেলার ২ জন।একজন শিলিগুড়ি শহরের বিশিষ্ট ডাক্তার শেখর চক্রবর্তী এবং অন্যজন পানিঘাটার বাসিন্দা সমাজসেবী রঙ্গু সৌরিয়া।বঙ্গরত্ন সম্মান প্রদানের পাশাপাশি এদিনের মঞ্চ থেকে তিস্তা নদীর ওপর জয়ী সেতু, কোচবিহার নিশিগঞ্জের অগ্নিনির্বাপক কেন্দ্র সহ রাজ্যের একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ওপরেও তোপ দাগেন তিনি।বলেন, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনো কাজ করার দরকার নেই, রাজ্য সরকার সব করবে। চা-সুন্দরী প্রকল্পে শ্রমিকদের বাড়ি তৈরি করে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।