শিলিগুড়ি, ১৯ ডিসেম্বরঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহিলাদের সুরক্ষা ও আত্মরক্ষার্থে শুরু হওয়া বাঘিনীর প্রথম পর্বের প্রশিক্ষণ সম্পন্ন হল আজ।প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রী ও মহিলাদের সার্টিফিকেট তুলে দিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বাঘিনীর সূচনা হয়।পুলিশের এই অভিযানে ১০০ জন ছাত্রী ও বিভিন্ন মহলের মহিলারা সামিল হন।৪ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, এয়ারফোর্সের পাইলট এবং ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেটের তরফে আত্মরক্ষার প্রশিক্ষনের পাশাপাশি মেডিটেশন ও আইন সম্পর্কে ছাত্রী ও মহিলাদের অবগত করানো হয়।
এই বিষয়ে কমিশনার গৌরব শর্মা বলেন, ছাত্রী ও মহিলাদের আত্মনির্ভর করতে এই প্রকল্প শুরু করা হয়েছে।আজ বাঘিনীর প্রথম পর্বের প্রশিক্ষণ সম্পন্ন হল।এই প্রশিক্ষণ পর্বে ৩ জনকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে।এই পর্ব খুব ভালোভালো সম্পন্ন হয়েছে।শীঘ্রই দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ শুরু হবে।আগামী পর্বে নতুন কিছু বিষয় যোগ করা হবে বলে জানান তিনি।
অন্যদিকে বাঘিনীর সেলফ ডিফেন্স প্রশিক্ষক মোনালিসা রায় বলেন, ৪ দিনের প্রশিক্ষণের পর ছাত্রী ও মহিলারা বাঘিনী রুপে প্রস্তুত হয়ে উঠেছে।এই ৪ দিনে সকলকে কিক বক্সিং, মেডিটেশন, যোগা’র পাশাপাশি বিভিন্ন বিষয়ে অবগত করা হয়।