বাগরাকোটের ভাইরাল লুপ-পুলে ছবি, ভিডিও তোলায় নিষেধাজ্ঞা প্রশাসনের

বাগরাকোট, ১৪ জানুয়ারিঃ ডুয়ার্সের বাগরাকোটে ভাইরাল লুপ-পুলে ছবি, ভিডিও তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করলো জেলা প্রশাসন।সোমবার লুপ ব্রিজ নিয়ে এই নির্দেশ জারি করেছেন কালিম্পংয়ের জেলাশাসক।


নির্দেশ অনুযায়ী, এই ব্রিজটির ৫০০ মিটার আগে থেকে পরবর্তী ৫০০ মিটার পর্যন্ত রাস্তায় কোনও গাড়ি থামানো যাবে না। একই সঙ্গে গাড়ি থামিয়ে ছবি বা সেলফি তোলাও যাবে না। বিজ্ঞপ্তিতে পরিস্কার জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তার খাতিরেই বেশ কিছু প্রতিবন্ধকতা লাগু করছে প্রশাসন।

জানা গিয়েছে, নির্মীয়মান লুপ পুলের বাকি কাজ নির্বিঘ্নে ও দুর্ঘটনা এড়িয়ে কাজ করার জন্য কালিম্পং জেলা প্রশাসনের কাছে আবেদন করেছিল ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। তার ভিত্তিতেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


উল্লেখ্য, ডুয়ার্সের এই ব্রিজটি চালু হতে না হতেই লোকজনের নজর কেড়েছিল। বিগত কয়েকদিন ধরে যে হারে লোকজন সেখানে ছুটে গিয়েছেন তা কল্পনাতীত।বিশেষত, ব্রিজটিকে পেছনে রেখে সেলফি তোলা বা রিল তৈরির যে হিড়িক উঠেছিল তা নজরে গিয়েছে প্রশাসনের।এমনকি কদিন আগে দুর্ঘটনাও ঘটেছিল সেখানে। অবশেষে সোমবার ব্রিজটিকে নিয়ে নয়া নির্দেশ দিল জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ব্রিজ এখন পুলিশি নজরদারিতে থাকবে। ব্রিজের আগে এবং পেছনে ৫০০ মিটার পর্যন্ত এলাকায় নিয়ম মেনে চলতে হবে। এই ব্রিজ দিয়ে শুধুমাত্র যাতায়াতের জন্যই আপনি যেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *