শিলিগুড়ি, ২১ আগস্টঃ তিনবাত্তি মোড়ে তৈরি হচ্ছে বাসস্ট্যান্ড। কিন্তু সেখান থেকে বেসরকারি লোকাল মিনি বাসগুলি চলবে কিনা তা নিয়ে রয়ে গেল অনিশ্চয়তা।
সোমবার বাস মালিকদের নিয়ে ফের আলোচনায় বসেছিলেন মেয়র গৌতম দেব, জেলাশাসক এস পন্নমবলম সহ পুরনিগমের আধিকারিকেরা।তবে বাগরাকোট থেকে তিনবাত্তি মোড়ে বাসস্ট্যান্ড সরানো নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল বাস মালিকদের। সোমবার ফের আলোচনায় বসেছিলেন মেয়র।
যদিও এদিন স্পষ্টত কোনও কিছুই সিদ্ধান্ত হয়নি। মেয়র জানান, মালিকদের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শহরের যানজট সমস্যা বাড়ছে। সেকারণে বাসস্ট্যান্ড সরানো হচ্ছে। ফের বাস মালিকদের নিয়ে আলোচনায় বসা হবে।
অন্যদিকে বাস মালিকেরা জানান, তিনবাত্তি মোড়ে বাসস্ট্যান্ড সরিয়ে নিয়ে গেলে প্রচুর সমস্যা হবে। অনেক যাত্রী যাবেন না। প্রশাসনকে তা দেখতে বলা হয়েছে।