শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের প্রণামী মন্দির রোড এলাকায় নির্মাণাধীন বহুতল থেকে পড়ে মৃত্যু হয় এক শ্রমিকের।এই ঘটনার পরই ফের একবার পুরনিগমকে একহাত নিচ্ছেন বিরোধীরা।এই ঘটনার জন্য মনিটারিং কমিটি না গঠন করাকেই দায়ী করছেন বিরোধীরা।
আজ শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর অমিত জৈন ঘটনাস্থল পরিদর্শন করেন।এই ঘটনার জন্য পুরনিগমকে দায়ী করেন তিনি।
এদিন অমিত জৈন বলেন, এই ঘটনা খবুই দুঃখজনক।১৫ দিনের মধ্যে পুরনিগম এলাকায় এটা দ্বিতীয় ঘটনা।এর আগের ঘটনা থেকে শিক্ষা নিলে একটি জীবন বাঁচানো যেত।প্রোমোটাররা শুধুমাত্র নিজেদের লাভের জন্য শ্রমিকদের কাজ করাচ্ছেন।এই কারণে পুরনিগমকে শীঘ্রই মনিটারিং কমিটি গঠন করতে হবে।যাতে আর কোনো শ্রমিকের প্রাণ না যায়।
