শিলিগুড়ি, ২৮ নভেম্বরঃ সম্পন্ন হল বালাসনের বেইলি ব্রিজের কাজ।এদিন বেইলি ব্রিজের কাজ সম্পন্ন হওয়ার পর ডাম্পার, জেসিবি এবং ট্রাক চালিয়ে ট্রায়াল রান করা হয়।
জানা গিয়েছে, ট্রায়াল রান হয়ে যাওয়ায় ১ ডিসেম্বর থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বেইলি ব্রিজ।এই ব্রিজ দিয়ে বাইক, সিটি অটো, চার চাকার গাড়ি এবং ৩২ সিট বিশিষ্ট বাস যাতায়াতের অনুমতি মিলবে।তবে ট্রাক সহ অন্যান্য ভারী যানবাহনগুলিকে নৌকাঘাট মেডিক্যাল মোড় হয়েই যাতায়াত করতে হবে।
এই বিষয়ে ইঞ্জিনিয়ার রিষভ বসনেত বলেন, আজ একটি ডাম্পার, ৩টি ট্রাক এবং একটি জেসিবি সহ মোট ৪৭ টন ওজন ব্রিজের ওপর রেখে ট্রায়াল রান করা হয়েছে।ট্রায়াল রানের রিপোর্ট তৈরি করেছেন পিডব্লিউডি আধিকারিকেরা।এই রিপোর্টের ভিত্তিতে বেইলি ব্রিজের ওপর দিয়ে যাতায়াত শুরু হবে।