পানিঘাটা, ৩০ জুলাইঃ বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের।মিরিক মহকুমার পানিঘাটা পান্থাপাড়ি এলাকায় বালাসন নদীর ধারে বাজ পড়ে মৃত্যু হয় যুবকের। মৃতের নাম ডম্বর সোনার।পানিঘাটার নয়াবস্তি এলাকার বাসিন্দা ছিল।
জানা গিয়েছে, নদীতে কাজ করতে গিয়েছিল যুবক।সেইসময় বাজ পড়ে মৃত্যু হয় তার।খবর পেয়ে পানিঘাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।মৃতের স্ত্রী ও দুই সন্তান রয়েছে বলে জানা গিয়েছে।