বাজার বন্ধের সময় পরিবর্তনের দাবিতে রেগুলেটেড মার্কেটে পুলিশকে ঘিরে বিক্ষোভ ব্যবসায়ীদের

শিলিগুড়ি,১৩ মেঃ করোনা মোকাবিলায় রাজ্যে চলছে আংশিক লকডাউন।সেইমতো সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত বাজার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।নির্ধারিত সময়ের পরও যেসব বাজার এবং দোকান-পাট খোলা থাকছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন।


এদিকে আজ শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ।যদিও পুলিশ সেখানে পৌছাতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানকার ব্যবসায়ীরা এবং শ্রমিকেরা।ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়।

ব্যবসায়ীরা জানান, রেগুলেটেড মার্কেটের ক্ষেত্রে সরকারী নিয়মের পরিবর্তন করা হোক।কারণ এখানে ভিন রাজ্য থেকে কাঁচামাল আসে।ফলে সকাল ৭টা থেকে ১০ টা পর্যন্ত ব্যবসা করা সম্ভব নয়।মার্কেট কমিটির তরফে জেলাশাসককে নির্ধারিত সময় পরিবর্তন করে দুপুর ২টা পর্যন্ত বাজার খোলা রাখার জন্য একটি চিঠিও দেওয়া হয়েছিল।কিন্তু এখনও পর্যন্ত তার কোনও জবাব মেলেনি।


অন্যদিকে মার্কেটের শ্রমিকেরা জানান,তারা সরকারী নির্দেশ অনুযায়ী মাস্ক পড়ে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে কাজ করছে।কিন্তু বাজার খোলা রাখার সময় পরিবর্তনের প্রয়োজন রয়েছে।রেগুলেটেড মার্কেটে বাইরে থেকে কাঁচামাল আসে।যেসব গারিতে কাঁচামাল আসে সেইসব গাড়ি চালক এবং খালাসিদের খাওয়ারের সমস্যা হচ্ছে।১০টার পর হোটেল বন্ধ থাকায় অভুক্ত থাকতে হয় বাইরে থেকে আসা গাড়ি চালক এবং খালাসিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *