শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের আগে শিলিগুড়ির নৌকাঘাট এলাকা থেকে উদ্ধার হল ২৭টি টিয়া পাখি।ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম গোপাল কুন্ডু।ধৃতের বাড়ি বাগডোগরা থানার অন্তর্গত ভুজিয়াপানি এলাকায়।
জানা গিয়েছে, বহুদিন ধরেই বিভিন্ন জঙ্গল থেকে টিয়াপাখিগুলিকে খাচাবন্দী করে শিলিগুড়ি শহর সহ সংলগ্ন এলাকায় চোরা পথে তা পাচার করতেন গোপাল কুন্ডু।বৃহস্পতিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে টিয়া পাখি সহ পাচারের মূল পান্ডা গোপাল কুন্ডুকে গ্রেফতার করে বৈকন্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা।বাজারের ব্যাগে করে পাচার করা হচ্ছিল টিয়া পাখি।এছাড়াও ধৃতের বাড়িতে অভিযান চালিয়ে আরো বেশকিছু টিয়া উদ্ধার করা হয়।বনদপ্তর সূত্রে খবর,টিয়া পাখিগুলোকে চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।