শিলিগুড়ি, ৩১ অক্টোবরঃ কালিপুজো ও দীপাবলিতে সমস্ত রকম বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট।
আজ শিলিগুড়িতে বাজির বিরুদ্ধে পথে নামল শিলিগুড়ি ফাইট করোনা, হিমালয়ান ন্যাচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, মাই ডক্টর, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন।
এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে একটি মিছিলের আয়োজন করা হয়।এই মিছিলের মধ্য দিয়ে বাজি ও পটাকা মুক্ত দীপাবলি পালনের বার্তা দেওয়া হয় শহরবাসীকে।‘Say No to Fireworks’ দীপাবলি হোক আলোর, সব ধরনের বাজি বর্জন করুন’ এই স্লোগান তুলে শহরবাসীকে সচেতন করেন সংগঠনের সদস্যরা।
এদিন ডঃ সন্দীপন সেনগুপ্ত বলেন, সব ধরণের বাজি পোড়ানোর ক্ষেত্রে হাইকোর্ট নির্দেশিকা দিয়েছে। করোনা পরিস্থিতিতে অনেক মানুষের ক্ষতি হতে পারে।ধোয়ার মাধ্যমে করোনা ছড়াতে পারে।ছোটো ছোটো বাচ্চাদের সুরক্ষার কথা ভেবে দীপাবলি হোক আলোর উৎসব।
অন্যদিকে পরিবেশেবিদ অনিমেষ বসু বলেন, শুধু করোনার অসুস্থ ব্যক্তিদের কথা ভেবে নয় শহরে পশুপাখিদের কথা চিন্তা করে, পরিবেশ এর কথা চিন্তা করে এবার বাজি বন্ধ করুন।