আজ থেকে বালাসনের হিউম ব্রীজে শুরু হল যান চলাচল 

শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ মাটিগাড়ার বালাসন নদীর হিউম ব্রীজে আজ থেকে শুরু হল যানচলাচল। প্রশাসনিক নজরদারির মধ্যে দিয়েই যানচলাচল ব্যাবস্থা শুরু করা হয়। 
জানা গিয়েছে, এই ব্রীজ প্রায় ৪৪ মিটার লম্বা। ব্রীজের ওপরে যাতায়াতের জন্য ২০০ মিটারের রাস্তাও তৈরি করা হয়েছে। এই হিউম ব্রীজ তৈরিতে প্রায় ৭০ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে। 
বর্তমানে হিউম ব্রীজ ও ব্রীজের ওপর রাস্তায় পীচ ঢালার কাজ চলছে। ব্রীজে চলাচলের ক্ষেত্রে প্রশাসনের তরফে বেশকিছু নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। ব্রীজের ওপর মালবাহী ট্রাক, বাইরের রাজ্য থেকে আসা বা যাওয়ার জন্য বড় বাস, টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
সুরক্ষার কথা মাথায় রেখে ব্রীজের দুদিকে গার্ডওয়াল ও তৈরি করা হচ্ছে। এছাড়াও ব্রীজের ওপর যাতায়াত নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যাবস্থাও রয়েছে। বর্তমানে এই ব্রীজে একমুখী যাতায়াত ব্যাবস্থা করা হয়েছে। হিউম ব্রীজ চালু হওয়ায় বেইলি ব্রীজের ওপর যানবাহনের চাপ কিছুটা কমবে। শহরে যানজটও অনেকটাই কমবে বলে আশাবাদী শহরবাসী। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELcasibom