শিলিগুড়ি, ১১ জুনঃ মাটিগাড়ার বালাসন সেতু এবং ৩১(সি) নম্বর জাতীয় সড়কের কাজ খতিয়ে দেখলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত।
জানা গিয়েছে, এদিন প্রথমে বালাসন সেতুর কাজ খতিয়ে দেখেন রাজু বিস্ত।পরবর্তীতে ৩১(সি)নম্বর জাতীয় সড়কের কাজ খতিয়ে দেখেন।পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।এদিন রাজু বিস্তের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অমিত জৈন, মঞ্জুশ্রী পাল, অনিতা মাহাতো, বিবেক সিং, শালিনী ডালমিয়া সহ অন্যান্যরা।
এদিন রাজু বিস্ত বলেন, দ্বিতীয়বার সাধারণ মানুষ আমাকে সাংসদের আসনে বসিয়েছেন।মানুষের সমস্যা সমাধানে কাজ করবো।রাস্তার পাশাপাশি পানীয় জলের সমস্যা রয়েছে।৫১১ কোটি টাকা ব্যয়ে শিলিগুড়িতে আম্রুত প্রকল্পের দুটি কাজ হচ্ছে।পাহাড়েও বিভিন্ন কাজ হচ্ছে।পানীয় জল, জাতীয় সড়ক এবং রেলওয় সহ সমস্ত কাজই দ্রুত গতিতে চলছে বলে জানান তিনি।