রাজগঞ্জ, ৫ ডিসেম্বরঃ বালি পাচারের পথে বাজেয়াপ্ত করা হল চারটি ডাম্পার।মঙ্গলবার গজলডোবা ফুলবাড়ি ক্যানেল রোডে নিজে দাঁড়িয়ে থেকে ডাম্পারগুলি বাজেয়াপ্ত করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন।
গজলডোবা ফুলবাড়ি তিস্তা ক্যানেল রোড দিয়ে প্রতিদিন কয়েকশো বালি ও পাথর বোঝাই ডাম্পার চলাচল করে। মূলত ওদলাবাড়ি এলাকা থেকে ওই বালি পাথর বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়।বেআইনিভাবে বালি পাথর নিয়ে যাওয়ার অভিযোগ আসতেই আজ অভিযান চালানো হয়।বাজেয়াপ্ত করা হয় ৪টি ডাম্পার।
রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বলেন, বিভিন্ন মাধ্যম থেকে বালি-পাথর পাচারের অভিযোগ আসে। সেই অভিযোগের ভিত্তিতে আজ গজলডোবা এলাকায় বালি বোঝাই চারটি ডাম্পার আটক করা হয়। ডাম্পারের চালকরা ওই বালি নিয়ে যাওয়ার কোনো নথি দেখাতে পারেনি। সরকারী নিয়ম মেনে না চললে এধরনের কাজ বরদাস্ত করা হবে না। এই অভিযান লাগাতার চলবে।