শিলিগুড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ নকশালবাড়িতে বালি বোঝাই ট্রাক্টর সহ গ্রেফতার এক। অবৈধভাবে নদী থেকে বালি পাথর তোলার অভিযোগে একটি ট্রাক্টর সহ একজনকে গ্রেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, সোমবার সকালে নকশালবাড়ি থানার পুলিশ সাতভাইয়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাক্টর সহ একজনকে গ্রেফতার করে। ধৃতের নাম অভিষেক ওঁরাও(২২)।হাতিঘিসার বাসিন্দা।
ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।