শিলিগুড়ি, ২০ নভেম্বরঃ বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
গত দুদিন আগে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত মাটিগাড়ার বালাসন নদীতে অবৈধ খনন নিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন যে প্রশাসনের যোগসাজশে নদী থেকে অবৈধভাবে বালি মাফিয়ারা খননের কাজ করছে।সাংসদ হুঁশিয়ারি দিয়ে বলেন, নদী থেকে অবৈধ খনন বন্ধ এবং বালি মাফিয়াদের রুখতে প্রশাসন যদি পদক্ষেপ না নেয়, তাহলে তীব্র প্রতিবাদ আন্দলন হবে।
সাংসদের হুঁশিয়ারির ৪৮ ঘন্টার মধ্যে বালি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।বুধবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বালাসন নদী থেকে অবৈধভাবে বালিবোঝাই ছয়টি ডাম্পার আটক করা হয়। গ্রেফতার করা হয় ৬ চালককে।
আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
