ফাঁসিদেওয়া, ১৮ এপ্রিলঃ বালি পাচারের অভিযোগে ট্রাক্টর সহ এক যুবককে গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ।ধৃতের নাম আকবর আলি(২২) ফাঁসিদেওয়ার তারবান্দা এলাকার বাসিন্দা।
সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে নদী থেকে বালি পাচার করার খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ রুইধাসা এলাকা একটি ট্রাক্টর আটক করে।বালির বৈধ কাগজ দেখাতে না পারায় ট্রাক্টর সহ চালককে গ্রেফতার করা হয়।
ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।