আলিপুরদুয়ার, ২৯ সেপ্টেম্বরঃ নদী থেকে বালি, পাথর তোলার কাজ শুরু করার দাবিতে আলিপুরদুয়ার চৌপথিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বালি, পাথর তোলার কাজে যুক্ত মানুষেরা।
এদিন প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।বিক্ষোভকারীদের দাবি, প্রায় কয়েকমাস ধরে তাদের কাজ বন্ধ।পুজোর আগে শ্রমিকদের কাজ নেই।অবিলম্বে কাজ শুরু করার দাবিতে এদিন পথ অবরোধ করেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশবাহিনী।পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।