খড়িবাড়ি, ৫ ফেব্রুয়ারিঃ খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের মেচী নদীর ভুলকা ঘাটে বালি পাথর তোলার জন্য নামানো হয়েছিল আর্থমুভার।বাঁধা দিল শ্রমিকরা।ঘাটে আর্থমুভার নামানোর প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, ঘাটে আর্থমুভার দিয়ে বালি পাথর তোলা হলে কাজ হারাবে শ্রমিকরা।এছাড়াও নদীতে বড় গর্ত হলে দুর্ঘটনার ভয় থাকবে।এই কারণে আজ বিক্ষোভে সামিল হন শ্রমিকেরা।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি ভুমি দপ্তরের রাজস্ব আধিকারিক সোনম ভুটিয়া এবং পুলিশ।
এই বিষয়ে ঘাট মালিক অসিত সাহা জানান, লিজে আর্থমুভার দিয়ে বালি পাথর তোলার নথিপত্র রয়েছে।শ্রমিকদের ট্রাক্টরে করে বালিপাথর তুলে নিয়ে যাওয়া জন্য দুটি রাস্তার উল্লেখ রয়েছে।সেখানে মাঝে মাঝে স্থানীয়রা বাধা দেয়।আমরা বিকল্প পথ বের করার জন্য আর্থমুভার নামিয়েছিলাম।এতে শ্রমিকদের কাজ হারানোর কিছু নেই।এই নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।
অন্যদিকে খড়িবাড়ি ভুমি দপ্তরের রাজস্ব আধিকারিক সোনম ভুটিয়া জানান, ঘাট মালিক অনুমতি অনুযায়ী কাজ করছে।কিন্তু শ্রমিকরা বাঁধা দিচ্ছে।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।