বিডিও ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযান! অবৈধভাবে বালিবোঝাই ৩টি ডাম্পার আটক

রাজগঞ্জ, ১২ জানুয়ারিঃ অবৈধভাবে বালিবোঝাই ৩টি ডাম্পার আটক করলেন রাজগঞ্জের বিডিও এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা।শুক্রবার রাজগঞ্জের আমবাড়ি হাতিমোড় রাজ্যে সড়কের মনুয়াগঞ্জ এলাকায় ডাম্পারগুলিকে আটক করা হয়।


প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অবৈধভাবে গাড়িগুলিতে বালিবোঝাই করা হয়েছিল বলে খবর আসে।সেইমত অভিযান চালিয়ে ডাম্পারগুলিকে আটক করা হয়।

বালির উপযুক্ত রয়্যালটি নথী বা চালান না থাকার কথা স্বীকার করেন গাড়ি মালিকেরা।তবে তাদের অভিযোগ, অনলাইন মাধ্যমে রয়্যালটি’র সঠিক পরিষেবা পাওয়া যাচ্ছে না।এছাড়া রয়্যালটি বাবদ যে টাকা নেওয়া হচ্ছে তা চালানে লেখা থাকছে না।ফলে সমস্যায় পড়তে হচ্ছে।তাদের দাবি সরকার যদি এই বিষয়ে সুবন্দোবস্ত করে তাহলে নিয়ম মেনেই কাজ করবেন বলে জানান তারা।


অন্যদিকে এই বিষয়ে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বলেন, সরকারী আইনকে বুড়ো আঙ্গুল দেখালে তা কখনোই বরদাস্ত করা হবে না।আজ তিনটি ডাম্পার বাজেয়াপ্ত করা হয়েছে।আগামীতেও এই আভিযান চলবে।অনলাইনে পর্যাপ্ত পরিমাণে রয়্যালটির ব্যবস্থা রয়েছে।ডাম্পার মালিকদের কি অভিযোগ আছে তারা আমাদের জানালে তাদের মতামত আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *