বাগডোগরা, ২৬ এপ্রিলঃ রাতের অন্ধকারে ফের বালি পাচারের ঘটনা।বালিবোঝাই ট্রাক্টর আটক করলো পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বাগডোগরার তারবান্ধা এলাকার বালাসন নদী থেকে অবৈধভাবে বালি পাচার হচ্ছে এই খবর পায় বাগডোগরা থানার পুলিশ।
খবর পেয়ে অভিযান চালালে পুলিশ দেখেই বালিবোঝাই ট্রাক্টর ছেড়ে পালায় পাচারকারীরা।পরে উদ্ধার বালিবোঝাই ট্রাক্টরটি থানায় নিয়ে যাওয়া হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
