রাজগঞ্জ, ২৭ মেঃ বালি পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান।অভিযান চালিয়ে বেলাকোবার মন্থনী এলাকার করলা নদী থেকে ২টি ট্রাক্টর আটক করল বেলাকোবা ফাঁড়ির পুলিশ।
এদিন বেলাকোবার ওসি অরিজিৎ কুন্ডুর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই ট্রাক্টর চালক।
পরে ট্রাক্টর দুটিকে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমেছে বেলাকোবা ফাঁড়ির পুলিশ।
