নকশালবাড়ি, ২৮ জানুয়ারিঃ অবৈধভাবে বালি বোঝাই ট্রাক্টর সহ এক ব্যক্তিকে আটক করল নকশালবাড়ি থানার পুলিশ।
শুক্রবার সকালে নকশালবাড়ি বাবুপাড়ার নতুন রাস্তা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালিবোঝাই ট্রাক্টর আটক করা হয়।গতকাল নকশালবাড়ির রকমজোত এলাকায় অবৈধ ক্রেশার সিল করতেই ফের অবৈধ বালিবোঝাই ট্রাক আটক করে পুলিশ।